চট্টগ্রাম, , সোমবার, ৭ অক্টোবর ২০২৪

admin

ফ্রান্সে মুুক্তি পাচ্ছে শাকিব-শুভশ্রীর নবাব

প্রকাশ: ২০১৭-০৮-০৬ ১৪:৪২:২৩ || আপডেট: ২০১৭-০৮-০৬ ১৪:৪২:২৩

বিনোদন ডেস্ক : 

এর আগে শাকিব খানের ‘শিকারী’ ছবি মুক্তি পেয়েছিল ফ্রান্সে। এবার মুক্তি পাচ্ছে এই নায়কের আরেক ছবি ‘নবাব’। আগামী ১১ আগস্ট ফ্রান্সের প্যারিসে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি। জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন ছবিটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন।

খোকন বলেন, ‘ফ্রান্সের প্যারিসের গোমন্ত সিনেমা হল, স্টাড দ্যু ফ্রান্সে চলবে ‘নবাব’ ছবি। আর ঈদের পর কানাডার মন্টিয়ানোতে মুক্তির প্রক্রিয়া চলছে। এরপর মালয়েশিয়াতেও মুক্তি দেয়া হবে।’

গেল ঈদে বাংলাদেশে মুক্তি পায় ‘নবাব’। এরপর ২৮ জুলাই পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক দিক থেকে নবাব ছবিটি বাংলাদেশে সফলতা পেলেও কলকাতায় তেমন আলোচিত হয়নি।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও আব্দুল আজিজ। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ভট্টাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *