চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

লামায় পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা

প্রকাশ: ২০১৭-০৮-০৬ ১৪:০৩:১৮ || আপডেট: ২০১৭-০৮-০৬ ১৪:০৩:১৮

বেলাল আহমদ, লামা(বান্দরবান) প্রতিনিধি :  উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা (ব্রিকফিল্ড) স্থাপনের জন্য পাহাড় কাটার দায়ে দুটি ইট ভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ৫ই আগস্ট শনিবার দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নের রোয়াজা পাড়ায় লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইট ভাটা মালিকদের এই জরিমানা করেন।

ভ্রাম্যমার আদালতের ম্যাজিস্ট্রেট ও লামা উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফাইতং ইউনিয়নের রোয়াজা পাড়ায় নতুন দুটি অবৈধ ইট ভাটা স্থাপনের জন্য এসকাভেটর দিয়ে পাহাড় কাটা হচ্ছে। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ইট ভাটা ও প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫(১) ধারায় বাবুল চৌধুরীকে ২ লক্ষ টাকা ও বেলাল উদ্দিনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় ৩ টি এসকেভটর জব্দ করা হয়েছে। ভ্রাম্যমার আদালত পরিচালনার সময় লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *