admin
প্রকাশ: ২০১৭-০৮-০৭ ১০:১২:৪৯ || আপডেট: ২০১৭-০৮-০৭ ১০:১২:৪৯
আন্তর্জাতিক ডেস্ক:
দুবাইয়ের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার আগুন লাগার পরপরই সেখানকার অতিথি এবং কর্মচারীরা হোটেল থেকে বেরিয়ে যেতে বাধ্য হন। সংযুক্ত আরব আমিরাতের পর্যটন এবং বাণিজ্যিক শহরটিতে গত এক সপ্তাহে এ নিয়ে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। খবর রয়টার্সের।
মেরিনা জেলার কাছে মোভেনপিক হোটেলে অগ্নিকাণ্ডের পরপরই দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়ি এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়। সেসময় লোকজন হোটেলের বাইরে জড়ো হয়।
হোটেল কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হোটেলের অতিথি এবং কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ওই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।