admin
প্রকাশ: ২০১৭-০৮-০৭ ১৩:৫০:৪৮ || আপডেট: ২০১৭-০৮-০৭ ১৩:৫১:৩৮
হৃদয়ের কান্না শুনেনা তো কেউ
দেয়না মুছে কভু মোর আঁখিনীর,
রোগে- শোকে সেবা পাইনা কভু
যতই জীর্ণ হউক না শরীর!
স্বদেশ ত্যাগী আমি থাকি প্রবাসে
ঘেমে- খেটে করি রোজগার,
যাতনা হৃদয় সহে নীরবে
সুখে থাকে যেন মোর পরিবার।
এখানেও রোজ উঠে রবি- শশী
হয় নিশি- ভোর,
তবু মনে হয় হাসেনি প্রভাতী
কাটেনি ঘুমের ঘোর।
রোজ নিশিতে কাঁদে মোর হিয়া
মনে পড়ে মুখটি মায়ের,
কল্পনাজুড়ে যেন হাসে মোর প্রিয়া
শুধু স্মৃতিটুকু সম্বল আমার।
সুখের ভান করে কাটে দিবা-নিশি
নেই পাশে কেউ দুঃখ বুঝার,
সারাবেলা আমি রোজ খেটে চলি
কষ্ট যেন কভু না হয় বাবার।
মেঝেতে শুয়ে মোর কাটে রজনী
সচ্ছল রাখি তবু মোর সংসার,
ভাইবোন সুখে থাক চাই নিরবধি
হাসিমুখে রাখি তাই সব আবদার।
ভিনদেশে থাকি বলে ডাকে প্রবাসী
বুঝে নাকো কেউ কভু মূল্য আমার,
হেয় ভরে মু্খ টিপে হাসে স্বদেশী
ভুলে গেছে আমিও যে এই বাংলার।
উৎসর্গ : সকল প্রবাসী বাংলাদেশীকে