admin
প্রকাশ: ২০১৭-০৮-০৭ ১৩:৫৮:৩৭ || আপডেট: ২০১৭-০৮-০৭ ১৩:৫৮:৩৭
আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার: চাট্টগ্রামের লোহাগাড়ায় ৬ অাগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টায় চুনতি ফরেষ্ট অফিস সংলগ্ন অারকান মহাসড়কে চট্টগ্রাম অভিমূখী একটি বাসে অভিযান চালিয়ে মোসলেম উদ্দিন(৩৪) নামে এক হাফেজকে অাটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট।
আটক মোসলেম উদ্দিন সাতকানিয়ার বাজালিয়া শফির বাড়ীর অাব্দুল খালেকের পুত্র। লোহাগাড়া থানার উপ- পরিদর্শক এসঅাই প্রভাত কর্মকার অভিযানে নেতৃত্ব দেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ শাহজাহান পিপিএম( বার) জানান, অাটক মাদক বিক্রেতা মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং এ অভিযান চলমান থাকবে।মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।