চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

বান্দরবানে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২০১৭-০৮-০৭ ১৩:৩৮:২৩ || আপডেট: ২০১৭-০৮-০৭ ১৩:৩৮:২৩

বেলাল আহমদ,বিশেষ প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজি বন্ধ এবং বান্দরবানের লামার পোপা এলাকায় কাঠুরিয়াদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পাহাড়ের বাঙ্গালি সংগঠনগুলোর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পার্বত্য নাগরিক পরিষদ, বাঙ্গালি ছাত্র পরিষদ, সমঅধিকার আন্দোলন পরিষদসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান, বাঙ্গালি ছাত্র পরিষদের নেতা কামরান ফারুক প্রমুখ।
বক্তারা সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। উল্লেখ্য গত ৩ আগস্ট লামা উপজেলার পোপা এলাকায় পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় ৭ জন বাঙ্গালি কাঠুরিয়া আহত হয়। এ ঘটনার পর ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *