admin
প্রকাশ: ২০১৭-০৮-০৮ ১৫:৪১:২৩ || আপডেট: ২০১৭-০৮-০৮ ১৫:৪১:২৩
বীর কণ্ঠ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নতুন চরখাগরিয়া ১নং ওয়ার্ডে এক অটোরিকশা চালককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের নাম আবুল বশর প্রকাশ বশির (২৯)। তিনি স্থানীয় সুলতান আহমদ এর ছেলে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, বেলাল হোসেন (২৫) ও জাহিদ হোসেন (১৭) আজ মঙ্গলবার সকালে খাগরিয়া গণিপাড়া ব্রীজের পাশে গাছ বাগানে নিয়ে গিয়ে গাছের সাথে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাতে বশিরকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনো কোন মামলা দায়ের করা হয়নি। হত্যাকান্ডের কারনও জানা যায়নি বলে জানান তিনি।
সূত্র : পাঠক নিউজ