admin
প্রকাশ: ২০১৭-০৮-১০ ১৫:০৭:৫১ || আপডেট: ২০১৭-০৮-১০ ১৫:১৭:৩৭
লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুর রশিদী গতকাল ১০ আগষ্ট সকাল সাড়ে ৯টার সময় লোহাগাড়াস্থ রশিদার পাড়ার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৭ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানা যায়, তিনি বেশ কিছুদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। গতকাল একইদিন বাদে আছর লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুরকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। এসময় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কমিশনার সাদিয়া আফরিন কচি এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাজাহান পিপিএম। জানাযায় উপস্থিত থেকে মরহুমের পরিবার পরিজনের প্রতি সমবেদন জানান, খাজা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সোলতান আহমদ চৌধুরী বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, মুক্তিযোদ্ধা আক্তার আহমদ সিকদার, মুক্তিযোদ্ধা ও প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুদল হামিদ বেঙ্গল, আ.লীগ নেতা জান মোহাম্মদ সিকদার, তৈয়বুল হক বেদার, যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, যুবলীগ নেতা আবদুর রহিম, ছাত্রলীগের আহবায়ক রিদুয়ানুল হক সুজনসহ প্রমুখ। এছাড়াও মরহুমের কবরে উপজেলা আওয়ামীলীগের পক্ষে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানায় সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুখ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা মাওলানা নুরুল আবছার, শ্রমিকলীগ নেতা ফরিদ উদ্দিনসহ প্রমুখ।
শোক : বীর মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুর রশিদীর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি শোক প্রকাশ করেছেন। আরও শোক প্রকাশ করেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উপ- দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এছাড়া তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।