admin
প্রকাশ: ২০১৭-০৮-১১ ০৮:১১:৪৫ || আপডেট: ২০১৭-০৮-১১ ০৮:১১:৪৫
মোঃ এরশাদ অালম, লোহাগাড়া থেকে :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মগদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে গতরাত অানুমানিক ১টার সময় ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ১২ জন ডাকাতকে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ অালম সহ এলাকাবাসীর সহযোগিতায় আটক করে বড়হাতিয়া ইউপি ভবনের কার্যালয়ে বেঁধে রেখে থানায় খবর দেয়া হয় । লোহাগাড়া থানা পুলিশ ইউপি কার্যালয়ে গিয়ে তাদের আটক করে । ডাকাতদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র দু’টি কর্তুজ, দু’টি চাইনিজ কুড়াল, দু’টি কিরিচ, একটি রাম দা, একটি লোহার রড উদ্ধার করা হয়।
অাটককৃতরা হলেন চকরিয়া ভেওলা মানিক চর এলাকার হুমায়ুন কবির (২৫) , একই এলাকার রিদুয়ান(২৪), সিরাজুল মনির আরফাত(২৫), আলী হোসেন(২৫), নাছির(২০), মোশারফ হোসেন(২২), জয়নাল আবেদীন(৩০), আরাফাত(১৮), সাইফুল ইসলাম(২০)
সাদ উল্লাহ(৩৩), পশ্চিম খয়ারবিল এলাকার আলমগীর(২৬), মোক্তার আহমদ(২৬) প্রমুখ।
লোহাগাড়া থানার ওসি শাহাজাহান পিপিএম(বার) জানান, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় চেয়ারম্যান এবং এলাকাবাসী তাদের হাতেনাতে অাটক করে থানায় খবর দেয় । অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির মামলায় আটককৃতদের অাদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে । ৃ