চট্টগ্রাম, , রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪

admin

‘অপারেশন আগস্ট বাইট’ সমাপ্ত, ধানমন্ডির ৩২ নম্বরে আত্মঘাতি হামলার পরিকল্পনা ছিল !

প্রকাশ: ২০১৭-০৮-১৫ ০৬:১৬:২৭ || আপডেট: ২০১৭-০৮-১৫ ০৬:১৬:২৭

ডেস্ক রিপোর্ট ::

রাজধানীর পান্থপথে ঘিরে রাখা ওলিও হোটেলে এক জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে হোটেলটিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত ও সিআইডির ক্রাইম সিন ইউনিট সদস্যরা অভিযান শুরু করে। এরপরই বিস্ফোরণ ও গোলগুলির শব্দ পাওয়া যায়। হোটেলটির ৩০১ নম্বর কক্ষে নিহত ওই ‘জঙ্গির’ মরদেহ পড়ে আছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, বিস্ফোরণে হোটেলটির সামনের অংশের দেয়াল ধসে পড়ে। ওই সময় ইটের টুকরো মাথায় পড়ে ওই ব্যক্তি আহত হন। তিনি ব্যাংকের বুথে টাকা তুলতে যাচ্ছিলেন। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখানে চালানো অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন আগস্ট বাইট’। জঙ্গি আস্তানায় সন্দেহজনক কিছু না পাওয়া যাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ভবনটিতে জঙ্গি রয়েছে এমন সন্দেহে হোটেলটিকে মঙ্গলাব ভোর থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

.“তিনি বলেন, ‘১৫ আগস্টে ৩২ নম্বরে আসা মিছিলে আত্মঘাতি হামলার পরিকল্পনা ছিল ওই জঙ্গির। আমাদের গোয়েন্দা পুলিশের তৎপরতায় তার অবস্থান নিশ্চিত হওয়া যায়। ওলিও হোটেলের একটি কক্ষে সে ছিল। ভেতরে সে সুইসাইডাল ভেস্ট পরে আত্মঘাতি বিস্ফোরণ করেছে। এতে ভবনের দেয়াল ও বারান্দার অংশ ধসে পরেছে।’

আইজিপি জানান, নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম। তার বাড়ি খুলনার ডুমুরিয়ায়। তার বাবা একটি মসজিদের ইমাম। সে খুলনা বিএল কলেজে পড়তো এবং জামায়াত-শিবিরের রাজনীতি করতো।
নিহত সাইফুল নব্য জেএমবি’র কিনা এখনও জানা যায়নি উল্লেখ করে আইজিপি বলেন, ‘তার লক্ষ্য ছিল ৩২ নম্বরের মিছিলে আত্মঘাতি বিস্ফোরণ ঘটিয়ে শতশত লোকের হতাহত করার।’
অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আগস্ট বাইট’ জানিয়ে আইজিপি আরও বলেন, ‘তাকে (জঙ্গি সাইফুল) বারবার আত্মসমর্পণ করার কথা বলা হলেও সে আত্মসমর্পণ করেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *