admin
প্রকাশ: ২০১৭-০৮-১৫ ১৬:০২:৫৪ || আপডেট: ২০১৭-০৮-১৫ ১৬:২৯:০০
বীর কণ্ঠ : সিলেটে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছাত্রদলের ৮ নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক দুলাল রাজা, জেলা ছাত্রদল নেতা পাভেল আহমদ, মো. আলী, কয়েস আহমদ, ইমরান আহমদ, সুহেল আহমদ ও রাসেল আহমদ।
ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, জাতীয় শোক দিবসের দিন ভুয়া জন্মদিন পালন করার পরিকল্পনা ও আয়োজনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানা হাজতে থাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বন্যাদুর্গত এলাকার লোকজনের জন্য হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে তারা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন। মিলাদ শেষে বের হওয়ার সময় পুলিশ তাদের আটক করে।
সূত্র : জাগো নিউজ।