admin
প্রকাশ: ২০১৭-০৮-১৫ ২১:০১:০৫ || আপডেট: ২০১৭-০৮-১৫ ২১:০১:০৫
বন্ধন
-ওয়ারদাতুল জিনান
সুখে-দুখে জীবনবীণা যার সাথে মোর বাঁধা
মানসপটে সযতনে মুখটি তাহার অাঁকা,
চাঁদনী রাতে তারই সাথে গল্পে কাটাই বেলা
জীবনবাগে সুখের আশায় একসাথে পথচলা।
যার খুশিতে হৃদয় আমার হাসে সারাবেলা
প্রেমসিক্ত বাণী তাহার যেন অমিয়ধারা,
চোখ দুটি যার ভিজলে জলে কেঁদে উঠে হিয়া
সেই মানবের ভালবাসায় জীবন আমার রাঙা।
দেহ দুটি ভিন্ন হলেও আমরা একাত্মা
সুহৃদ আমার হৃদয় মাঝে বিলায় সুখের ছোঁয়া,
সে যেন মোর স্বর্ণকাঁকন, কন্ঠে মোতির মালা
তারই সাথে হৃদয় আমার এক সুতোতে গাঁথা।