admin
প্রকাশ: ২০১৭-০৮-১৫ ১৬:৫৬:৩৮ || আপডেট: ২০১৭-০৮-১৫ ১৬:৫৬:৩৮
বীর কণ্ঠ : বেনজামার পরিবর্তে ন্যু ক্যাম্পে নামতে গিয়ে শুনলেন স্বাগতিক দর্শকদের দুয়ো ধ্বনি। তাই রাগটা মনে পুষে রেখেছিলেন। ম্যাচের ৮০ মিনিটে দুর্দান্ত এক গোল করে জার্সি খুলে উৎযাপন করে স্বাগতিক দর্শকদের দুয়ো ধ্বনির জবাব দেন পর্তুগিজ অধিনায়ক। দেখেন হলুদ কার্ড।
ঠিক এর দুই মিনিট পর ডি-বক্সে ডাইভের অভিযোগে রোনালদোকে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা দিয়ে বসেন চার বারের বর্ষসেরা এই ফরোয়ার্ড। আর এ অপরাধে রোনালদোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
তবে একই অপরাধ ২০০৮/০৯ মৌসুমে করেছিলেন মেসিও। এল ক্লাসিকোর ম্যাচে রেফারির এক সিদ্ধান্ত তার বিপক্ষে গেলে রেফারিকে ধাক্কা দিয়ে বসেন। আর এর জন্য তাকে কোন শাস্তিও পেতে হয়নি। এমনকি ম্যাচ শেষে রেফারি যে রিপোর্ট জমা দেন সেখানেও মেসির কোন দোষের কথা উল্লেখ করেননি।
এদিকে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের পর রেফারির প্রতিবেদনে রোনালদোর দোষের কথা উল্লেখ করে রিপোর্ট জমা দেয়া হয়। আর এর ফলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কপালে জুটেছে রোনালদোর।