admin
প্রকাশ: ২০১৭-০৮-১৬ ১৪:৪৯:৩৬ || আপডেট: ২০১৭-০৮-১৬ ১৪:৪৯:৩৬
আলীকদম প্রতিনিধি: (বান্দরবান)
বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদীর ব্রীজ সংলগ্ন ঘাটে গোসল করতে নেমে মো. আশ্রাফ উদ্দিন (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
জানা গেছে,আশ্রাফ উদ্দিন উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা নুর হোসেনের ছেলে। সোমবার (১৪আগষ্ট) সকালে উপজেলার নয়াপাড়া মাতামুহুরী ব্রিজ সংলগ্ন ঘাটে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। ।
আজ পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রাফ উদ্দিন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নদীর নয়াপাড়া ব্রিজ সংলগ্ন ঘাটে গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতের টানে তলিয়ে যায় সে। পরে আত্মীয় স্বজনেরা নদীর বিভিন্ন জায়গায় অনেক খোজাখুজি করেও কোনো সন্ধান পায়নি। এব্যাপারে আলীকদম থানার ওসি কাজী সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।