চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin

লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ ভিক্ষুককে পুর্নবাসন

প্রকাশ: ২০১৭-০৮-১৬ ১৫:১৮:০২ || আপডেট: ২০১৭-০৮-১৬ ১৫:১৮:০২

আলাউদ্দিন স্টাফ রিপোর্টার : লোহাগাড়া উপজেলা প্রশাসন উদ্যোগে আধুনগর ইউনিয়নের ১৭ ভিক্ষুককে পুর্নবাসন করা হয়। গত ১৫ আগষ্ট লোহাগাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে এসব ভিক্ষুকদের পুর্নবাসনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে পুর্নবাসনের কার্যক্রম সম্পাদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার)। এসময় ইউএনও মোঃ মাহবুব আলম বলেন, ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধির বলয় থেকে বেরিয়ে আসা প্রয়োজন। একজন ভিক্ষুককে স্বাভাবিক কর্মজীবনে ফিরিয়ে আনার কাজটি সহজ নয়। আর্থিক সহযোগিতা দিলে বা কর্মসংস্থান সৃষ্টি করে দিলেও একজন ভিক্ষুক ভিক্ষাবৃত্তি ছাড়তে নারাজ। একজন ভিক্ষুককে সমাজে তার এবং তার সন্তানদের পরিচিতি ও অবস্থান সম্পর্কে সচেতন করা। যদি একজন ভিক্ষুককে তার এবং তার ভবিষ্যত বংশধরদের সামাজিক মর্যাদা ও অবস্থান সম্পর্কে সচেতন করা যায় এবং তাদের তাদের বুঝাতে হবে যে, ভিক্ষাবৃত্তি কোনোভাবেই আয়ের পথ নয়। এবং পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে ভিক্ষুকদের সফল পুনর্বাসন সম্ভব হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের ভিক্ষুকদের পুর্নবাসন করা হবে। যাদের পুর্নবাসন করা হয়েছে তাদের সবসময় মনিটরিং ও প্রয়োজনবোধে আরো আর্থিক সহযোগিতা করা হবে। পুর্নবাসিতরা হলেন আধুনগর ইউনিয়নের নাছিমা খাতুন (মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য), জাহানারা বেগম (মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য), রোস্তম আলী (ভ্যানগাড়ি, ফল-সবজি, ডিজিটাল মাপার স্কেল), সেতু আরা বেগম ((মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য), শাহেলা বেগম (বাঁশ, বেতের হস্তশিল্পে আর্থিক সহেযোগী), নুর নাহার (মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য), রেনু আরা বেগম (মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য), আবদুর রহিম (ফ্ল্যাক্স,চা,কাপ,বালতি, ওয়েট স্কেল), হাবিবা খাতুন (মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য), ছফুরা খাতুন (মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য), রোকেয়া বেগম (মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য), আবদুল গফুর (ভ্যানগাড়ি, ফল-সবজি ও ডিজিটার স্কেল), আবদুল মজিদ (ভ্যানগাড়িতে সবজি সহ মাপার যন্ত্র), ছেমন খাতুন (মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য), শর্মিলা বড়ুয়া (শুটকি, লাই বাটখাড়া সহ দাড়িপাল্লা), ইসলাম খাতুন (মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য) ও মোস্তফা খাতুন (মুরগী, খাঁচা, মুরগীর খাদ্য)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *