চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

admin

লামার আজিজনগরে রাস্তা নির্মাণে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের ব্যতিক্রম উদ্যোগ

প্রকাশ: ২০১৭-০৮-১৭ ১৪:৪৩:৩৯ || আপডেট: ২০১৭-০৮-১৭ ১৫:২০:৩৭

 নাজিম উদ্দিন রানা, লামা (আজিজ নগর) প্রতিনিধি : অাজিজনগর ইউনিয়নের১ ও ২নং ওয়ার্ড়ের অংশ নিয়ে হিমছড়ি পাড়া।জনবহুল এ এলাকার জনসাধারণ দু বছর অাগে ও যোগাযোগের ক্ষেত্রে অবর্ণনীয় কষ্টে দিনযাপন করেছে।জসিম উদ্দীন কোং,র নির্বাচনি ওয়াদার প্রতিফলন স্বরুপ নির্বাচিত হবার ইতিমধ্যে ব্রীক সলিন রাস্তা কালভার্ট নির্মান করা হয়েছে।শুধু তাই নয় মন্ত্রী মহোদয়ের কাছে কয়েকবার ধর্না দিয়ে সম্প্রতি মন্নানের বাড়ী হতে ইদ্রিসের বাড়ী হয়ে ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে খালটির উপর ১৭ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ নির্মানের কাজ শুরু হয়েছে।যেখানে বর্ষা মৌসুমে স্কুলের ছাত্র/ছাত্রী,রোগী নিয়ে হাসপাতালে যাওয়া সাধারন জনগণের চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়।স্কুলের প্রায় ২০০কোমলমতি ছাত্র/ছাত্রীদের ও পাড়াবাসীদের অন্যের জমির অাইল বেয়ে চলাচল করতে হতো।সম্প্রতি হিমছছড়ি একটি সামাজিক অনুষ্টান থেকে অাসার পথে এ দৃশ্য দেখে তিনি পাড়ার মুরব্বীদের নিয়ে বৈঠকে বসে জায়গার মালিকদের সাথে অালাপ করে একটা সিদ্ধান্তে পৌছানোর পর চেয়ারম্যান পাড়াবাসিদের ব্যক্তিগত সহযোগিতার অাশ্বাস দিয়ে সকলকে স্বেচ্ছাশ্রমে এগিয়ে অাসার অাহ্বান জানান। গতকাল সকালে হিমছড়িপাড়ায় সরেজমিনে গিয়ে দেখা যায় পাড়ার প্রায় শ খানেক লোকজন রাস্তা নির্মানে কাজ করছেন।অাজিজনগর ইউ,পি চেয়ারম্যান জনাব জসিম উদ্দীন কোং,  সহকারি স্বাস্হ্য পরিদর্শক অামজাদ হোসেন চৌধুরী, অাজিজনগর ইউ,পি সদস্য মোবারক হোসেন মহরম,কৃষকলীগ সভাপতি বাবু মৃদুল কান্তি দাশ ও স্বঃতস্ফুর্ত ভাবে কাজ করে যাচ্ছেন। জনাব জসিম উদ্দীন কোং জানান অচিরেই ইদ্রিছের বাড়ীর শেষান্তে ঝিরি হতে ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার কাজ শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *