admin
প্রকাশ: ২০১৭-০৮-১৭ ১৫:১১:৪৭ || আপডেট: ২০১৭-০৮-১৭ ১৫:১১:৪৭
আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার লাকড়ি পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যার সংবাদ পাওয়া যায়। নিহত গৃহবধুর নাম ছেনুয়ারা বেগম (৩৩)। তিনি ওই এলাকার মোঃ মুছার স্ত্রী। জানা যায়, গত ৯ আগষ্ট বধুবার আমড়া খাওয়ার তুচ্ছ ঘটনা নিয়ে এমনটি ঘটে। এ ঘটনায় তিনি অভিমান করে গোপনে বিষ পান করেন। স্বজনরা বিষ পানের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগষ্ট রাতে প্রাণ হারান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত হয়েছে। তবে কোন মামলা হয়নি।
গতকাল ১৭ আগষ্ট সন্ধ্যায় ওই গৃহবধুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ইউনুছ।
এব্যাপারে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মোর্শেদ জানিয়েছেন, এ সংক্রান্ত লোহাগাড়া থানায় কোন মামলা হয়নি। তবে বিষয়টি লোহাগাড়া থানাকে স্থানীয় চেয়ারম্যান অবগত করেছেন।