চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

admin

আজ ২০ আগষ্ট শিক্ষিকা কবি হোসনে আরা বেবীর ৫৯ তম জন্মদিন

প্রকাশ: ২০১৭-০৮-১৯ ১৯:০১:৪২ || আপডেট: ২০১৭-০৮-১৯ ১৯:০১:৪২

আলাউদ্দিন ,লোহাগাড়া : আজ ২০আগষ্ট লোহাগাড়ার আলোকিত শিক্ষিকা  ও কবি হোসনে আরা বেবি’র ৫৯ তম শুভ জন্মদিন । তিনি চুনতির একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তাঁর লিখনিতে প্রেম ভালবাসার পাশাপাশি, সমাজ ও দেশের নানাবিধ  অসংগতি সমুহ অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল ভাষায়  উঠে এসেছে। তাঁর লেখা  অসংখ্য কবিতা দেশের জাতীয ও স্থানীয় পত্র-পত্রিকাসহ বিভিন্ন ম্যাগাজিন প্রকাশিত হয়েছে ।এছাড়াও তিনি একজন  ভাল আবৃতি শিল্পীও।  জন্মদিনে শুভেচ্ছা  জানিয়েছেন  লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও আনলাইন নিউজ পোর্টাল বীর কন্ঠ’র সম্পাদক কাইছার হামিদ ।

উল্লেখ্য: শিক্ষিকা কবি হোসনে আরা বেবী  প্রায় তিন যুগের কাছাকাছি সময় চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব সফলভাবে  পালন করে আজ অবসরে যাচ্ছেন । বীর কন্ঠ পরিবারের পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *