admin
প্রকাশ: ২০১৭-০৮-১৯ ১৪:৪৩:৩৬ || আপডেট: ২০১৭-০৮-১৯ ১৪:৪৩:৩৬
বীর কণ্ঠ : “গাছ লাগানো সদকায়ে জারিয়া” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বিকালে আদর্শ নাগরিক ফোরামের বৃক্ষরোপন কর্মসূচী -২০১৭ উদ্বোধন করা হয়। চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার মেরিনার্স রোড সংলগ্ন কর্ণফুলী উদ্যানে একটি হরিতকি গাছের চারা রোপনের মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম ওসমান গণি ও চট্টগ্রাম আইন র্চ্চা কেন্দ্রের সভাপতি এডভোকেট মুহাম্মদ ইদ্রিস। এ সময় আরো উপস্থিত ছিেেলন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নাজিমুদ্দীন দুলু এবং ডা. জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. খোরশেদুল আলম চৌধুরী ও অন্যান্যরা।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও আদর্শ নাগরিক ফোরাম তিন হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে পরিবেশ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রসঙ্গে কর্ণফুলী নদী তীরবর্তী কর্ণফুলী উদ্যানকে একটি মডেল জাতীয় উদ্যানরূপে গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহবান জানান সাংবাদিক ও সমাজকর্মী এম ওসমান গণি।