admin
প্রকাশ: ২০১৭-০৮-১৯ ১৪:৩৬:০০ || আপডেট: ২০১৭-০৮-১৯ ১৪:৩৬:০০
বীর কণ্ঠ : বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় ও তারুণ্যদীপ্ত মেধাবী অভিনেতা চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুরহস্য উদঘাটন, হত্যা মামলার সুষ্ঠু পুনঃতদন্তের দাবীতে গত ১৯ আগষ্ট বিকাল ৪টায় সালমান ভক্তরা চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাতœতা প্রকাশ করেন সালমান ভক্ত যথাক্রমে মোঃ পারভেজ কবির বিজয়, গীতিকার এম.এ. আলম শুভ, মোঃ জালাল উদ্দীন, রেইন জয়, মডেল ফারদিন বাপ্পাী, শেখ জামিল হোসেন, হারুনুর রশিদ, সরোয়ার জিহান, আসিফ ইকবাল, মোঃ ফয়সাল, জনি বড়ুয়া, মোঃ শাহরিয়ার, সালাউদ্দীন লিটন, মোঃ তারেক, বোরহান উদ্দীন গিফারী, শামসুদ্দীন রাজু, মোহাম্মদ মাসুম, রাহুল, জয়নাল আবেদীন, মোঃ শওকত, রানা, সালমান জনি, মোঃ হাসান, মডেল সুজন হালদার, মোঃ হাসান, এমডি মিজান, ইফতেখার শাওন, মোঃ ইলায়াছ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশের তারুণ্যের অহংকার, কোটি ভক্তের হৃদয় জয়করা বাংলাদেশের এ যাবতকালের সর্বাধিক জনপ্রিয় ও জননন্দিত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুরহস্য উদঘাটনপুর্বক হত্যা মামলার সুষ্ঠুভাবে পুনঃতদন্তকরা এখন সময়ের জোরালী দাবী। বাংলাদেশের চলচ্চিত্র ও অভিনয়জগতকে সমৃদ্ধ এবং নিজস্ব স্বকীয় মহিমায় যে চিত্রনায়ক অল্পবয়সে নিজেকে একটি সন্মান ও জনপ্রিয় স্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন সেই সালমান শাহ’র মৃত্যু রহস্য পুনঃতদন্ত করতে হবে। বক্তারা বলেন সম্প্রতি সালমান হত্যা মামলার অন্যতম আসামী রুবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে প্রমাণ হয় সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এ হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে রুবিসহ মামলার সকল আসামীকে পুনরায় জবানবন্দী গ্রহণপুর্বক হত্যা মামলা পুনরায় সুষ্ঠু তদন্ত করার জোর দাবী জানান।