চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

admin

সুন্দর আগামী বিনির্মাণে নতুন প্রজন্মদের কাছে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে হবে : সাবেক সচিব মোঃ আবদুল করিম

প্রকাশ: ২০১৭-০৮-২০ ১২:০৩:৪২ || আপডেট: ২০১৭-০৮-২০ ১২:০৩:৪২

বীর কণ্ঠ : সুন্দর আগামী বিনির্মাণে নতুন প্রজন্মদের স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে হবে। স্কাউটিং যুব সমাজকে আতœপ্রত্যয়ী ও দেশ প্রেমিক হওয়ার শিক্ষা দেয়। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে স্কাউটিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে যুব বয়সীরা জীবনমুখী শিক্ষা গ্রহণ করে থাকে। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় ১৯ আগস্ট, ২০১৭ আঞ্চলিক সদর দফতরে অনুষ্ঠিত দিনব্যাপী আঞ্চলিক সাংগঠনিক ওয়ার্কশপ ও আঞ্চলিক উপ কমিশনারগণের নিয়োগ সনদ বিতরণ এবং ২০১৫ সনে জেএসসি, পিএসসি, এসএসসি পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত মেধাবী কাব স্কাউট ও স্কাউটদের সনদ, মেডেল ও প্রাইজবন্ড বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর উপদেষ্টা ও প্রাক্তন মুখ্য সচিব জনাব মোঃ আবদুল করিম মহোদয় উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, ২০২১ সালে ২১ লক্ষ স্কাউট তৈরির করার জন্য যুব বয়সী ছেলে-মেয়েদেরকে ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে সৎ চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে যাচ্ছে। আমাদের দেশে সাধারণত বিদ্যালয় ভিত্তিক স্কাউট আন্দোলন পরিচালিত হয়। তবে পাড়া মহল্লায় মুক্ত দল গঠন করে স্কাউট আন্দোলন পরিচালিত করা হচ্ছে। তিনি সাংগঠনিক ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন এবং নিয়োগ প্রাপ্ত আঞ্চলিক উপ কমিশনারগণের মাঝে নিয়োগ সনদ এবং স্কাউটিং সম্প্রসারণ ও উন্নয়নে অন্যন্য অবদানের জন্য বাংলাদেশ স্কাউটস হতে প্রদত্ত ২০১৫ সালে অ্যাওয়ার্ড প্রাপ্ত এডাল্ট লিডারদের সনদ ও মেডেল এবং ২০১৫ সনের জিপি-৫ প্রাপ্ত মেধাবী কাব ও স্কাউটদের মাঝে সনদ,মেডেল ও প্রাইজ বন্ড বিতরণ করেন। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি জনাব এইচ এম ফজলুল কাদের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচচ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক কমিশনার জনাব মোহাম্মদ আজিজ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক জনাব মো: জাকির হোসেন,এলটি। শুভেচ্ছা বক্তব্যে রাখেন আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) জনাব খায়রুজ্জামান চৌধুরী,এলটি। চট্টগ্রাম অঞ্চলের স্কাউটিং সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে নিয়োগ প্রাপ্ত আঞ্চলিক উপ কমিশনারগণ যথাক্রমে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব খায়রুজ্জামান চৌধুরী এলটি আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ), চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এর পরিচালক ও বিশিস্ট ক্রীড়া সংগঠক জনাব অহীদ সিরাজ চৌধুরী স্বপন আঞ্চলিক উপ কমিশনার (গবেষণা ও মুল্যায়ন), জহুর আহমদ ফাউন্ডেশন পরিচালক ও বিশিস্ট ক্রীড়া সংগঠক জনাব শরফুদ্দীন আহামেদ চৌধুরী রাজু আঞ্চলিক উপ কমিশনার (বিধি ও আইন), পটিয়া ২নং বড় উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ দিদারুল আলম আঞ্চলিক উপ কমিশনার (স্পেশাল ইভেন্টস), গভ.মুসলিম হাই স্কুল এর প্রধান শিক্ষক জনাব এস এম জিয়াউল হায়দার হেনরী আঞ্চলিক উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং),নাসিরাবাদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহেদা আক্তার আঞ্চলিক উপ কমিশনার (গার্ল ইন স্কাউটিং), প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট,ইন্সট্রাক্টর (সাধারণ) জনাব জাকের আহমদ এলটি, আঞ্চলিক উপ কমিশনার (উন্নয়ন) পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাঁদের নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। সহকারী পরিচালক জনাব এ কে এম আশিকুজ্জামান সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রত্যশার পরিচালক জনাব মনোয়ারা বেগম, সাংগঠনিক ওয়ার্কশপের ওয়ার্কশপ পরিচালক ও সহ-সভাপতি জনাব সৈয়দ আ ফ ম আতাউর রহমান,এলটি, ওয়ার্কশপ কর্মকর্তা জনাব আবদুস সাত্তার এলটি, আঞ্চলিক পরিচালক জনাব রতন কুমার চাকমা ও লিডার ট্রেনার প্রতিনিধি জনাব ম মাইন উদ্দিন তালুকদার,এলটি প্রমুখ। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন জেলার জেলা কমিশনার জনাব মোঃ মমতাজ উদ্দিন তালুকদার এএলটি,সহকারী কমিশনার ও ইস্পাহানী মির্জা আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস এম মজিবুর রহমান বাংলাদেশ স্কাউটস, বান্দারবান পার্বত্য জেলার জেলা সম্পাদক জনাব সম্পদ বড়–য়াএলটি, খাগড়াছড়ি জেলার জেলা সম্পাদক জনাব মোঃ আজিম উল হক, চট্টগ্রাম জেলা সম্পাদক জনাব মোহাম্মদ হাবিবুল হক এলটি, চট্টগ্রাম মেট্টোপলিটন জেলার জেলা সম্পাদক জনাব সামছুল ইসলাম সহ ২০১৫ সালে অ্যাওয়ার্ড প্রাপ্ত এডাল্ট লিডারগণ এবং ২০১৫ সনের জিপি-৫ প্রাপ্ত মেধাবী কাব ও স্কাউট এবং ইউনিট লিডারগণ অংশগ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *