admin
প্রকাশ: ২০১৭-০৮-২১ ১০:২৮:৩৭ || আপডেট: ২০১৭-০৮-২৪ ১০:৫৩:১৮
এইচ এম তৈয়ব জালাল, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালীতে আবু হেনা (১৯) নামে স্থানী এক যুবকের লাশের পাওয়া গেছে। ইউনিয়নের শিয়াপাড়ায় লাশটি পড়ে রয়েছে। নিহত যুবক ওই এলাকার আবদুর রহমানের পুত্র এবং পেশায় হাইয়েস চালক।
স্থানীয়রা জানান, সকালের দিকে শিয়াপাড়া লাশটি দেখতে স্থানীয়রা। লাশটি দেখতে শত শত উৎসুক ওই এলাকায় ভিড় জমিয়েছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ওই যুবক স্থানীয়দের সাথে ঝগড়া করতো বলে জানা গেছে।
খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, লাশ পড়ে থাকার ঘটনাটি তিনি জেনেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।