চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

লামার আজিজনগরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৭-০৮-২১ ১০:১৫:৪৪ || আপডেট: ২০১৭-০৮-২১ ১১:০৬:০৯

 নাজিম উদ্দিন রানা, লামা (অাজিজনগর) প্রতিনিধি: আজিজনগরে সাম্প্রতিক সময়ে মাদক, ইয়াবা,রোহিঙ্গা ও বহিরাগত অপরাধীদের স্হান রোধে শক্ত অবস্হান নিতে অাজ বেলা ১২টায় অাজিজনগর ইউনিয়ন পরিষদের হলরুমে অাজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোং,র সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লামা অফিসার ইনচার্জ জনাব অানোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অাজিজনগর হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ববিদ কৃষিবিদ সাইফুল ইসলাম(বি,সি,এস কৃষি) উপজেলা অানসার ভিডিপি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,অাজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অাওয়ামীলীগ নেতা রফিক অাহামদ চৌং,অাজিজনগর পুলিশ ক্যাম্পের অাই,সি বাবু স্বপন সাহা,অাজিজনগর ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম কানন,জেলা কৃষকলীগ সদস্য নাজিম উদ্দীন রানা,অাজিজনগর কৃষকলীগের সভাপতি বাবু মৃদুল কান্তি দাশ,শ্রমিকলীগের সভাপতি অাবুল কালাম,ইউ পি সদস্য কামাল হোসেন,মোবারক হোসেন মহরম,অাবুল হাশেম,নুরুন্নাহার বেগম সহ অানসার ভিডিপির পি,সি /এ পিসি সহ বিভিন্ন শ্রেনীর প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
সভায় অাজিজনগর ইউ,পি চেয়ারম্যান জনাব জসিম উদ্দীন কোং সাম্প্রতিক সময়ে অাজিজনগর মিশনব্রীজে বহিরাগত ইয়াবা ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করে এদের গড়ফাদার খুজে বের করে ইয়াবার ছড়াছড়ি রোধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।মাদকের চালান ও মাদকসেবিদের ব্যাপারে তিনি বিশদ অালোচনা করে বলেন একমাত্র মাদকের অপবাদে অামরা অাজিজনগরবাসি নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করি সন্ধ্যার পর মাতালদের মাতলামি অার রাতের অাধারে বড় বড় মাদকের চালান ঠেকাতে তিনি কয়েকদফায় চেষ্টা চালিয়েছে তবুও তা পুরোপুরি রোধ করা যায়নী অভিযান অব্যাহত রাখার অাহবান জানান। রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও অপরিচিতদের ব্যাপারে সতর্ক অবস্হানে থাকার পরামর্শ দেন।তিনি অাজিজনগর অানসার ভিডিপির প্রচলিত ডিউটির বিরোধিতা করে বলেন লম্বা লাইনে হেটে চলে এলাম এটা না করে কয়েকটি স্হানে পুলিশ সদস্যসহ অবস্হান করে অপরাধী অপরাধকর্ম,মাদক ইয়াবার চালান রোধ করা সম্ভব বলে অাশাবাদ ব্যক্ত করেন।লামাঅাইন শৃংখলা উন্নতির প্রশংঙ্গে তিনি উদাহরন দিয়ে ২০০৭ সালে নিহত নুরুন্নবী মেম্বারের মৃত্যু রহস্য ও এ ঘঠনায় কয়েকটি সম্ভ্রান্ত পরিবারকে জড়িয়ে বাণিজ্যের সমালোচনা করে বলেন সম্প্রতি অাজিজনগরে দুটি লাশ পাওয়া গিয়েছে দুটি ঘঠনাই বিবেকনাড়ানো তবে এঘটনাকে পুজি করে কাউকে সুবিধা ভোগ করার কিংবা অহেতুক হয়রানীর শিকার হয়নী কেউ।এটাই নেতৃত্বের গুণাবলী।এটাই শেখ হাসিনার রাজনীতি। থানার অফিসার ইনচার্জ জনাব অানোয়ার হোসেন অাইনশৃংখলার ব্যাপারে বিস্তারিত অালাপ করেন।তিনি বলেন অপরাধ ঠেকাতে,অপরাধীদের দমন করে জনগণের জানমালের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।তিনি যেকোন অপরাধ দমনে তাকে ও অাজিজনগরের অাই,সি কে তাৎক্ষনিক অবহিত করার অনুরোধ জানিয়ে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার অাশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *