admin
প্রকাশ: ২০১৭-০৮-২২ ২০:৩৩:১৫ || আপডেট: ২০১৭-০৮-২২ ২০:৩৩:১৫
ফেসবুক নেশা
কবি- ওয়ারদাতুল জিনান
==============================
ফেসবুক নেশায় কন্যা এখন গেছে আড্ডা ভুলে
চ্যাটিং করে কাটছে সময় দিব্যি মনের সুখে,
মনের কথা বন্ধুর সাথে বলছে ম্যাসেন্জারে
টিভি তেমন হয়না দেখা ফেসবুক প্রেমে পড়ে।
ফেসবুক নেশায় পড়ুয়া ছেলে গেল রসাতলে
চ্যাটিং করে সোনার কন্যা মজলো নষ্ট প্রেমে
ফেসবুকের প্রেমে বধুর সংসার উঠলো লাটে!
কাজে স্বামীর মন বসেনা ফেসবুকেরই টানে।
ফেসবুক এখন সোনার হরিণ ছুটছে ছেলে পিছে
ছেলে যে তার নষ্টনীড়ে বুঝেনা মা ও নিজে,
মৃতদেহ সঙ্গে নিয়ে সেলফি তুলছে বসে
বেদনাহত রুগীর পাশেও তুলছে সেলফি হেসে।
ফেসবুক এখন বিশ্বটাকে দিলো মুঠোয় পুরে
দূরের স্বজন নয় তো দূরে, অতি সন্নিকটে,
অপব্যবহার না হলে এর সুফল সবাই পাবে
পরিমিত ব্যবহারে কেউ হারাবেনা তার দিশে।