admin
প্রকাশ: ২০১৭-০৮-২২ ১৬:২০:০৫ || আপডেট: ২০১৭-০৮-২৪ ১০:৫০:৩৩
বি.কে বিচিত্র, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান জেলা আওয়ামীলীগের উদ্যোগে গত সোমবার বিকেলে জেলা দলীয় কার্যায়ের সামনে ২১ আগস্টের বোমা হামলার প্রতিবাদে এবং ২১ আগস্টের ওই ঘটনার বিচার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মো. ইসলাম বেবী।
বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণ লীগসহ অন্যান্য অঙ্গসংগঠন সমাবেশে যোগদান করে।
প্রধান অতিথির বক্তব্য দেন দলের জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী বিশেষ অতিথিরি বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদ’র সদস্য লক্ষীপদ দাস ও ক্যসাপ্রু মারমা, জেলা আওয়ামীলীগের নেতা ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লব, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক আবুল কালাম ও জেলা আওয়ামীলীগ নেতা অজিত দাশ। সমাবেশে ২১ আগস্টে বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত বিচার দাবি জানানো হয়।