admin
প্রকাশ: ২০১৭-০৮-২২ ১৯:৫৯:৪৬ || আপডেট: ২০১৭-০৮-২২ ১৯:৫৯:৪৬
মুহাম্মদ আমান উল্লাহ্
===============
দেখলাম সেদিন পথের ধারে
অনেক বড় গাছ,
গাছের ডগায় বসে আছে
বড় একটি বাজ।
ডালপালাতে কিচির মিচির
করছে শত পাখি,
তাই দেখে মোর ক্লান্ত দেহ
গাছ তলাতে রাখি।
খানিক বাদে দুু’চোখ জুড়ে
নেমে এলো ঘুম,
চারিদিকে পড়ে গেল
শান্তি সুখের ধুম।
ঘুমের মাঝে হারিয়ে গেলাম
জ্বীন পরীদের দেশে,
ঘোড়া নিয়ে নামলাম গিয়ে
মহারাজার বেশে।
আতিথেয়তা করল তাঁরা
দিয়ে গোলাপজল,
জেগে দেখি মুখের ভিতর
সবটা কাকের মল!