চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

লামায় ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু

প্রকাশ: ২০১৭-০৮-২২ ১০:২৫:১৫ || আপডেট: ২০১৭-০৮-২২ ১০:২৫:১৫

 বেলাল আহমদ,(বিশেষ) প্রতিনিধি : “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই” স্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্ত্বরে লামা কৃষি বিভাগের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা-২০১৭ উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার উদ্বোধন করেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী মেলায় বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, উপজেলা মহিলা চেয়ারম্যান শারাবান তাহুরা, সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, ডিডি- বিএডিসি, মেয়র লামা পৌরসভা, উপজেলা কৃষি অফিসার, সভাপতি লামা প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, ইউপি চেয়ারম্যান গণ। এছাড়া উপজেলাস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি, কৃষক ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *