admin
প্রকাশ: ২০১৭-০৮-২২ ১৬:৫৬:৫১ || আপডেট: ২০১৭-০৮-২২ ১৬:৫৬:৫১
এরশাদ, লোহাগাড়া প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে অাজ ২২শে অাগস্ট লোহাগাড়া থানা পুলিশের একটি দল কক্সবাজার-চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট বক্সী ঢাকা মেট্রো-চ-১১-৭৩১৪ গাড়ীতে তল্লাসী চালিয়ে ২,০০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়।
এবং কালো রঙের বক্সী গাড়ীটি ও জব্দ করা হয়েছে। এই অভিযানে নেতৃত্বে দেন থানার এস আই রাসেল। অপর দিকে, মহাসড়কের চুনতী এলাকার খাঁন দীঘি নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক সোহরাওয়ার্দী সরোয়ারেন নেতৃত্বে চট্টগ্রাম মুখী যাত্রীবাহী বাস হানিফ পরিবহন ঢাকা মেট্রো-১১-১২৪৮ থামিয়ে তল্লাসী করে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার পিএম খালীর ছনখোলা মাঝার পাড়ার মুহাম্মদ ফরিদ উল্লাহর পুত্র মুঃ মোহরম আলী (২৩)কে,৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। বক্সী গাড়ী করে ইয়াবা ট্যাবলেট পাচারকারীরা হলেন- সিলেট জেলার শাহ পরান থানার রফিক মিয়ার বাড়ীর মৃত অাবদুল বারিকের পুত্র মুহাম্মদ অাজিজুল হক (৩৪), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রঘুনাথপুর মাঈন উদ্দীন বেপারী বাড়ীর মৃত মুজিবুল হকের পুত্র অাবুল বাসার (২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম জানান, অাটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।