চট্টগ্রাম, , রোববার, ৮ ডিসেম্বর ২০২৪

admin

অাগামীকালের শোকসভা’র প্রস্তুতি কাজের পরিদর্শনে উপজেলা আ’লীগ নেতারা

প্রকাশ: ২০১৭-০৮-২৩ ১২:১০:২৮ || আপডেট: ২০১৭-০৮-২৩ ১২:৪৩:৪৮

মোঃ এরশাদ অালম, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা অাওয়ামীলীগের অায়োজনে বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী এবং ১৫অাগস্ট জাতীয় শোক দিবস অনুষ্টিত হবে অাগামীকাল ২৪শে অাগস্ট (বৃহস্পতিবার)

 

ওক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন বাংলাদেশ অাওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক অামিনুল ইসলাম অামিন, ও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন বাংলাদেশ অাওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

 

সাতকানিয়া উপজেলা অাওয়ামীলীগের সভাপতি এম.এ মোতলব সি.আই.পি. সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা।

অাজ ২৩শে অাগস্ট দুপুরে

অাগামীকালের শোক সভা’র প্রস্তুতি কাজের পরিদর্শন করেন উপজেলা অাওয়ামীলীগের সভাপতি খোরশেদ অালম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ চৌধুরী মামুন,  দক্ষিণ জেলা অাওয়ামী যুবলীগের তথ্যও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহাজান, জাতীয় শ্রমিকলীগ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *