admin
প্রকাশ: ২০১৭-০৮-২৩ ২০:৪৬:০৩ || আপডেট: ২০১৭-০৮-২৩ ২০:৪৬:৪৫
এক মুঠো সুখ
কবি ওয়ারদাতুল জিনান
হারিয়ে যদি যাই কখনো তোমার জীবন থেকে
তবু আমি থাকবো মিশে ঐ আকাশের নীলে,
লক্ষ তারার মাঝে আমি হাসবো তোমায় দেখে
তোমার মনের ঘরে আমি দীপ জ্বালাবো হেসে।
মনের দ্বোরে আনমনেও খিল দিওনা ভুলে
দক্ষিণ দিকের জানালাটি রেখো কিন্তু খুলে,
ইচ্ছেমত তোমার মনে ঘুরবো মহাসুখে
ভালবাসার এক মুঠো সুখ নিত্য পাওয়ার লোভে।
পরাগ হয়ে ফুলের বুকে রইবো মনের বাগে
প্রতীক্ষাতে কাটবে প্রহর তোমার ছোঁয়া পেতে,
প্রজাপতির ডানায় ভেসে ঘুরবো কানন জুড়ে
হাসিমাখা মুখটি তোমার একটু দেখার লোভে।
মিটবেনা সাধ তোমায় দেখার সারা জনম ধরে
তাইতো হিমেল হাওয়া বেশে আসবো তোমার ঘরে,
ভালবেসে বুলাবো পরশ তোমার অবসাদে
একটু হলেও তোমার ছোঁয়া পাবো অনুভবে।
কিন্তু কভু হৃদয়ের দ্বার রুদ্ধ করে দিলে
ভালবাসার এক মুঠো সুখ দেবেনা ধরা এসে,
অনুরাগে অতৃপ্ত মন কাঁদবে অধিক শোকে
হারিয়ে যাবো মহাশূণ্যে আসবোনা আর ফিরে।