admin
প্রকাশ: ২০১৭-০৮-২৬ ১৫:৫৬:৫৬ || আপডেট: ২০১৭-০৮-২৬ ১৫:৫৬:৫৬
বীর কণ্ঠ : ধর্মের অপব্যাখ্যা দিয়ে কোমল মতি শিক্ষার্থীদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে একটি মহল। জ্ঞানবিজ্ঞানে সমৃদ্ধ আলোকিত সমাজ প্রতিষ্ঠিত হলে এই অপকর্ম বন্ধ হবে। নগরীর কাজেম আলী স্কুলএন্ড কলেজের নিজস্ব অর্থায়নে নির্মিত নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দিন এসব কথা বলেন। প্রতিষ্ঠানের সভাপতি এবং দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় মেয়র আরো বলেন, নগরীতে বেসরকারী পর্যায়ে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের জন্য অনুকরনীয় হবে কাজেম আলী স্কুল এন্ড কলেজ। শুধু অবকাঠামো নয় পরীক্ষায় ফলাফল এবং লেখাপড়ার পরিবেশ অপ্রত্যাশিতভাবে উন্নতি হয়েছে। শিক্ষার্থীদের শোভন আচরণ ও পাঠ গ্রহণের আগ্রহ দেখে আমি অভিভূত হয়েছি। মেয়র বলেন, শিক্ষার এই পরিবেশকে ধরে রাখতে হবে। বহিরাগতদের প্রশ্রয় দেয়া যাবেনা। একটি মহল নানা অপবাদ ছড়িয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের কঠোর হস্তে দমন করা হবে। এছাড়া বড় ভাই হয়ে যারা আবদার করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। এ সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নেতা হাজী সাহাবুদ্দীন, দাতা সদস্য মোহাম্মদ সেকান্দর, অভিভাবক সদস্য মোহাম্মদ হাসান, মুজিবুর রহমান, মনোয়ারাবেগম, অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপাধ্যক্ষ সানজিদা মোখতার তানজিন, সহকারী প্রধান শিক্ষক লুৎফুল কবির ভূঁইয়া। প্রধান অতিথি প্রতিষ্ঠানে আগমন করলে বিএনসিসি এবং স্কাউটস সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।