admin
প্রকাশ: ২০১৭-০৮-২৬ ১৬:৪০:৩৬ || আপডেট: ২০১৭-০৮-২৬ ১৬:৪০:৩৬
বীর কণ্ঠ: চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সাহসীকা প্রীতিলতা ওয়াদ্দাদা’র স্মরণ সভায় বক্তারা বলেছেন নারী জাগরণ, নারী আন্দোলন এবং এদেশের নারী সমাজকে অন্ধকার পথ থেকে আলোতে প্রবেশ করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছিলেন বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দাদার। বক্তারা বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাস্টারদা সূর্যসেনের একান্ত সহযোদ্ধা ছিলেন এই সাহসীকা প্রীতিলতা। প্রীতিলতা শত্রুদের হাতে আত্মসমর্পণ না করে আত্মহত্যার মধ্য দিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করে স্বাধীকার আন্দোলনের নেতৃত্ব দিয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন বাঙালিদের হৃদয়ে।
চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ এর সভাপতি লায়ন এ কে জাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংবাদিক দিদার আশরাফীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম নজরুল সঙ্গীত সংস্থার সহ-সভাপতি শিল্পী দীপেন চৌধুরী। বক্তব্য রাখেন রাজনীতিক স্বপন সেন, ইঞ্জিনিয়ার কবি সঞ্চয় কুমার দাশ, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, মুক্তিযোদ্ধা এস এম নুরুল আমিন, মোহাম্মদ এজাহারুল হক, শিব্বির আহমেদ ওসমান, প্রবণরাজ বড়–য়া, রোজী চৌধুরী, রেবা বড়–য়া, রিমন মুহুরী, হারুনুর রশিদ, শাহেদ আমিন, রফিকুল ইসলাম রাজু, এ কে এম মুজিবুর রহমান, মো: আলমগীর প্রমুখ।