admin
প্রকাশ: ২০১৭-০৮-২৬ ১৫:০১:৫৯ || আপডেট: ২০১৭-০৮-২৬ ১৫:০১:৫৯
লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর এলাকায় ২৬ আগষ্ট দুপুরবেলা দ্রুতগতির সোহাগ পরিবহনের একটি বাসের চাপায় পড়ে এ মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম দিদারুল ইসলাম তুহিন (১৬)। সে উপজেলার আধুনগর মিয়া পাড়ার সাবেক ইউপি সদস্য রফিক আহমদের পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম অভিমুখী সোহাগ পরিবহণের (ঢাকামেট্রো-ব-১৫-২৬৯৮) নং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। ফলে মোটরসাইকেল আরোহী তুহিন গুরুত্বর আহত হয়। তার মাথায় মারাতœকভাবে জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার সময় মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। দূর্ঘটনার পর পরই গাড়ির চালক ও হেলফার কৌশলে পালিয়ে যায়। জানা গেছে, নিহত তুহিন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে আধুনগর ষ্টেশনের দিকে আসছিল। পরে বাস ও মোটরসাইকেল লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসে। বর্তমানে তুহিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে লোহাগাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়।