admin
প্রকাশ: ২০১৭-০৮-২৭ ১১:০৪:৩০ || আপডেট: ২০১৭-০৮-২৭ ১১:০৪:৩০
বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি : বান্দরবানের লামায় বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে লামার আজিজনগর ইউনিয়নের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল, মো: কালু (৪৪), মো:জাহাঙ্গীর (২৯), মো:ইয়াছিন (২৪) ও মো: সেলিম (২৫)।
পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ সুপার বান্দরবান এর বিশেষ তত্ত্বাবধানে লামা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কৃষ্ণ কুমার দাস এই অভিযানের নেতৃত্ব প্রদান করেন। এসময় সঙ্গীয় এএসআই মমতাজ আলী, এএসআই মো: হাবিবুর রহমান, এএসআই. মো: মনোয়ার হোসেন, এএসআই সুজন ভৌমিক ও ফোর্সসহ এই বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযান শেষে আজিজনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা হইতে বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ কালু, মো. জাহাঙ্গীর, মো: ইয়াছিন ও মো. সেলিম সহ জিআর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো:ওসমান (২৫) কে গ্রেফতার করে। লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন
সাজা পরোয়ানাভুক্ত ৪জন ও ওয়ারেন্টভুক্ত ১জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।