admin
প্রকাশ: ২০১৭-০৮-২৭ ১১:১১:২৮ || আপডেট: ২০১৭-০৮-২৭ ১১:৩৪:০৫
মোঃ এরশাদ,লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধি : মুসলিম জাতীর অতি অানন্দের সাথে ত্যাগময় হল দিন হলো ঈদুল অাযহা।
তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়ায় ১৫টি বাজারে চলছে কোরবানীর পশুর হাট, পদুয়া বাজার সহ প্রতিটি বাজারে জমজমাট ভাবে শুরু হয়েছে কোরবানীর পশুর হাট।
লোহাগাড়ার পদুয়া তেওয়ারীহাটস্থ পদুয়া হাই স্কুল মাঠের জমজমাট কোরবানীর পশুর হাট পরিদর্শনকালে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছে হাজারো ক্রেতা এবং বিক্রেতা।
বাজারে ক্রেতা-বিক্রেতা এবং সাধারন মানুষের ভিড়ে বাজারটি যেন জনসমুদ্রে পরিনত হয়েছে। কেউ এসেছে ক্রয় করতে, কেউ এসেছে বিক্রয় করতে, অাবার কেউ এসেছে একবছর পর অানন্দের সহিত কোরবানীর পশুর হাট দেখতে।
এরকম ঝামেলার মধ্যে
প্রতি বছরে শুনা যায় কিছু অসাধু লোক বাজারে গরু,ছাগল ক্রয় করতে গিয়ে ৫০০- ১,০০০ টাকার ভেজাল টাকা দিয়ে গরু,ছাগল বিক্রেতাদের প্রতি নিয়ত ঠকানো হয়।
তাই এসমস্থ অসাধু লোকদের কঠুর নজরে রাখতে প্রশাসন এবং বাজারের ইজারাদারদের কাছে বিনিত অনুরোধ।