admin
প্রকাশ: ২০১৭-০৮-২৮ ১৭:৫৬:২১ || আপডেট: ২০১৭-০৮-২৮ ১৭:৫৬:২১
বিপলু দাশ, চট্টগ্রাম: সেলফি তোলা নিয়ে চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে ছুরিকাহত একজনের অবস্থা গুরুতর।
আদালত পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন জানান, সোমবার দুপুরে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে একটি মামলায় হাজিরা দিতে আনা হয়। এসময় তার অনুসারী দুইপক্ষের কর্মীদের মধ্যে ছবি তোলা নিয়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে শাহেদ (২৫) নামে গুরুতর আহত একজন পেটে ও পিঠে ছুরিকাঘাত নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন। শাহেদ সন্দ্বীপের মাতবর পাড়ার আবু কালামের ছেলে।
কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, বিএনপির দুইপক্ষ ছবি তোলা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুইপক্ষ ছুরি নিয়ে মারামারি করলে তিনজন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।