চট্টগ্রাম, , শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

admin

আলীকদমে অবৈধভাবে মজুত করা চার হাজার ৫ শ’ ঘনফুট পাথর জব্দ

প্রকাশ: ২০১৭-০৮-২৯ ১৯:০২:১১ || আপডেট: ২০১৭-০৮-২৯ ১৯:০২:১১

বেলাল আহমদ,(বিশেষ)প্রতিনিধি : বান্দরবানের আলীকদম উপজেলার তৈনখাল থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার নায়িরুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ পাথর জব্দ করেন। একই সাথে সরকারি অনুমোদন ছাড়া বালি উত্তোলনের দায়ে একটি ট্রাকও আটক করে ভ্রাম্যমান আদালত।

উপজেলার তৈনখাল থেকে অবৈধভাবে পাথর আহরণ ও মজুত করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় তৈনখালের মুখে আলীর সুড়ঙ্গের কাছে অবৈধভাবে মজুত করা চার হাজার ৫ শ’ ঘনফুট পাথর জব্দ করা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সঙ্গে ছিলেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান, তৈন মৌজা হেডম্যান মংক্যনু মার্মা, আলীকদম মৌজা হেডম্যান অংহ্লাচিং মার্মা, তৈনফা মৌজার হেডম্যান সহ প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি আলীকদম উপজেলার বিভিন্ন মৌজার ঝিরি ও খাল থেকে পারমিট ছাড়া পাথর আহরণ ও পরিবহন করছে একটি সংঘবদ্ধচক্র।

পাথর ও ট্রাক জব্দের সত্যতা নিশ্চিত করেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ  কাজী সাইদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *