চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

admin

বোয়ালখালীতে দুই চোর গ্রেফতার, এক গরু উদ্ধার

প্রকাশ: ২০১৭-০৮-২৯ ১৮:৪১:৩২ || আপডেট: ২০১৭-০৮-২৯ ১৮:৪১:৩২

বিপলু দাশ চট্টগ্রাম:   চট্টগ্রামের বোয়ালখালীতে দুই গরু চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি চোরাই গরু উদ্ধারের পাশাপাশি ব্যবহৃত একটি নাম্বার বিহীন অটো রিকশা আটক করা হয়েছে।

 

সোমবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের খেজুরতল এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে অটো রিকশা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, পটিয়া উপজেলার চরখানাই ফুলতল এলাকার আবদুচ সালামের ছেলে রায়হান উদ্দিন বাদশা (২২) ও পশ্চিম কালুরঘাট পাঠানপাড়ার খান বাড়ীর মো. আলী আকবরের ছেলে আশরাফ আলী (৩০)।

 

থানার উপ-পরিদর্শক রিপন চাকমা জানান, উপজেলার পোপাদিয়া খেজুরতল এলাকায় অটো রিকশা করে চোরাই গরু নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে দুইজন দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দুইজনকে আটক করতে সক্ষম হই। এছাড়া একটি চোরাই গরু উদ্ধার ও তাদের ব্যবহৃত অটো রিকশাটি আটক করেছি।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *