চট্টগ্রাম, , মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

admin

ইসহাক মিয়ার কবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় আ’লীগ নেতা ব্যারিস্টার বিপ্লব

প্রকাশ: ২০১৭-০৮-৩০ ১৩:৫১:১১ || আপডেট: ২০১৭-০৮-৩০ ১৩:৫২:৩০

 

লোহাগাড়া অফিস: বঙ্গবন্ধুর গনিষ্ঠ সহচর, সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়ার কবরে দলীয় নেতা-কর্মী নিয়ে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ অাওয়ামী লীগের  উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

বুধবার বিকালে এ কর্মসূচী পালন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা অাওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অাজিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য জায়েদ বীন কাসেম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রুমেল বড়ুয়া রাহুলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতাকর্মীর উদ্দ্যোশ্যে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ইসহাক মিয়া ছিলেন জাতির পিতার গনিষ্ট সহচর। রাজনৈতিক অঙ্গনে ইসহাক মিয়ার অবদান জাতি কখনো ভূলতে পারবে না। স্বপরিবারে জাতির পিতাকে হত্যার প্রতিবাদে তিনি জনসমর্থন আদায়ে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ছিলেন। রাজনৈতিক নেতা মনে না করে নিজেকে কর্মীর মত কাজ করেছেন। তিনি বেঁচে থাকবেন অনন্তকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *