admin
প্রকাশ: ২০১৭-০৮-৩০ ১৫:০৫:১৩ || আপডেট: ২০১৭-০৮-৩০ ১৫:০৫:১৩
বীর কণ্ঠ : ১৫ আগস্টের শোক আমাদেরকে শক্তিমান করেছে বলেই উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। ৭৫’র সেই বেদনা গত ৪২ বছর আমাদের যেমন কাঁদিয়েছে, তেমনি আমাদের শোককে করেছে শক্তিতে রূপান্তরিত। যুব মহিলা লীগের এই আয়োজনে আগত সকল কর্মী ও নেতাদের দেখে আমি মুগ্ধ। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এই তিনটিকে কখনোই আলাদা করা সম্ভব নয়। তাই বাঙালির মন থেকেও বঙ্গবন্ধুর ও তার পরিবারকে মুছে ফেলা সম্ভব। অদ্য মুসলিম ইনস্টিটিউট হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন এ কথাগুলো বলেন।
জাতির পিতাকে স্বপরিবারে হারানোর বেদনা বিধূর হৃদয়ে বাংলাদেশ যুব মহিলালীগ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক স্মরণ সভা অদ্য ৩০ আগস্ট বুধবার বিকেল ৩ টায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনের আহ্বায়িকা অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর সভাপতিত্বে ও এড. ফৌজিয়া আফরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ১নং প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সৈয়দ নুরুল ইসলাম, কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, মহিলা লীগ নেত্রী নাসিম বানু, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, উত্তর জেলা যুব মহিলা লীগ আহ্বায়িকা রওশন আরা বেগম, সদস্য সচিব নীলিমা আক্তার চৌধুরী, বন্দর কমিটির শাহানা বেগম, ৩৯নং ওয়ার্ড আহ্বায়ক আসমানী ঝুমুর প্রমুখ।