চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

চট্টগ্রামের সাংবাদিক মুরতজা আলী আর নেই

প্রকাশ: ২০১৭-০৮-৩০ ০৪:৫৪:৪৫ || আপডেট: ২০১৭-০৮-৩০ ০৪:৫৪:৪৫

বিপলু দাশ চট্টগ্রাম :  বাংলাদেশ অবজারভার পত্রিকার চট্টগ্রামের সাবেক ব্যুরো প্রধান সৈয়দ মুরতজা আলী মারা গেছেন।

দীর্ঘদিন প্রবাসে থাকা এ সাংবাদিক সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় অষ্ট্রেলিয়ায় মারা যান বলে তার স্বজনরা জানিয়েছেন।

১৯৬৯ সালে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ডন পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি সৈয়দ মুরতজার। মুক্তিযুদ্ধে দেশে ফিরে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্মাতকোত্তর ডিগ্রী নেন।

মুরতজা আলী এশিয়া উইক এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া ঢাকার ক্যুরিয়ার, হলিডে, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং নিউজ টুডে ছাড়াও চট্টগ্রামের দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ পত্রিকায় বিভিন্ন বিষয়ে নিবন্ধ লিখতেন।

মুরতজা আলীর মৃত্যুতে শোক জানিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের দেওয়া বিবৃতিতে বলা হয়- ১৯৪৯ সালে মাদারীপুরে জন্ম নেওয়া মুরতজা ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নির্বাচনী প্রচারণায় চট্টগ্রাম আসেন। বঙ্গবন্ধুর অনুরোধে চট্টগ্রামে সাংবাদিকতা শুরু করেন তিনি।

প্রবীন এ সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব,  চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *