admin
প্রকাশ: ২০১৭-০৮-৩১ ০৫:২৫:১৭ || আপডেট: ২০১৭-০৮-৩১ ০৫:২৫:১৭
বিপলু দাশ চট্টগ্রাম : কর্ণফুলীতে সড়কের উপর গরুর বাজার বসার কারণে দীর্ঘ এক দেড় কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
জানা যায়, পিএবি সড়কের প্রধান সড়ক দখল করে ফকিরনীরহাট বাজারে বসেছে পশুর বাজার । যার কারণে শাহমীরপুর থেকে ক্রসিং হয়ে কলেজ বাজার পর্যন্ত সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে পিএবি সড়কের আনোয়ারা বাশখালী, সাতকানিয়া, চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের ঈদ ঘরমুখী মানুষ । প্রশাসনের কঠোর নিষেধজ্ঞা থাকলে তা কেউ তোয়াক্কা করছে না। যার কারণে সড়কের উপর বসেছে গরু বাজার, আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও নিয়ন্ত্রনে হিমশিম খেতে হচ্ছে তাদের।
এদিকে যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষার্তে ২৫জন পুলিশ দায়িত্বব পালন করছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম।