চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

admin

চট্টগ্রামেও ছাড় দেবে না বাংলাদেশ

প্রকাশ: ২০১৭-০৮-৩১ ০৬:৩০:৪৬ || আপডেট: ২০১৭-০৮-৩১ ০৬:৩০:৪৬

 

বীর কন্ঠ ডেক্স:  আগামী সোমবার চট্টলায় আরও একটি যুদ্ধ অপেক্ষা করছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ক্রিকেট যুদ্ধে বাংলাদেশ তাদের গোলা-বারুদগুলো ঠিকঠাক মতোই মজুদ করে রাখছে। লক্ষ্য এবার ২-০ ব্যবধানে সিরিজ জয়। এখন শুধু সোমবারের আগে কীভাবে, কী ব্যবহার করা হবে- তার দিক নির্দেশনার অপেক্ষা!

এই যুদ্ধে জিতলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি মাইলফলক যুক্ত হবে। অবশ্য সিরিজ শুরুর আগেই সাকিব-তামিম জানিয়েছিলেন বাংলাদেশের ২-০ ব্যবধানে জেতা সম্ভব। তারপরেও উইকেট বিবেচনায় চট্টগ্রামে জেতা কতটা সম্ভব এমন প্রশ্নের জবাবে কৌশলী ছিলেন সাকিব। তারপরেও প্রচ্ছনভাবে রণহুঙ্কার দিয়ে রাখলেন অসিদের, ‘শুরুর আগে কেউই বলতে পারবে না, কে জিতবে। আমরা সম্ভাবনার কথা বলেছি। এই মুহূর্তে ঢাকা টেস্টে জিতে আমরা ১-০ ব্যবধানে এগিয়ে। চট্টগ্রামে হয়তো ২-০ ব্যবধান বাড়িয়ে নেওয়া সম্ভব।’ তাই চট্টগ্রামে জয়ের জন্য ঢাকার ভুলগুলো থেকে বিরত থাকতে চান সাকিব, ‘আমরা জয়ের জন্যই নামব। ঢাকা টেস্টে যেখানে ভালো করেছি, সেটা আরও উন্নত করার চেষ্টা করবো। আর যেখানে খারাপ করেছি, সেগুলো শুধরে চট্টগ্রামের জন্য প্রস্তুত হতে হবে।’

 

সফল হওয়ার জন্য আক্রমণাত্মক মনোভাব খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করে বলে জানিয়েছেন সাকিব। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সাকিব আক্রমণাত্মক ব্যাটিং করে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে সেই ধারা বজায় রেখে শুরু থেকে অসি বোলারদের ওপর চড়াও হচ্ছিলেন। যদিও মাত্র ৫ রানেই থেমে যেতে হয় তাকে।

 

মাঝে মাঝে ব্যর্থ হলেও সাকিব মনে করেন প্রতিপক্ষকে ভড়কে দিতে আক্রমণাত্মক মনোভাব জরুরি, ‘আক্রমণাত্মক মনোভাব অবশ্যই গুরুত্বপূর্ণ। আবার এটাও জানি, কাল (তৃতীয় দিন) আমি ওভাবে আউট হওয়ার পর কেউ না কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছে। এরকম পরিস্থিতিতে এটা কঠিন। আমি চাই, সবার যেন এই সাহস থাকে। দলের জন্য ইতিবাচক মনোভাব থাকলে দলের জন্য ভালো হবে। সব সময় হয়তো আক্রমণাত্মক মনোভাব কাজে দেবে না, তবে বেশির ভাগ সময়ই সফল হওয়ার সম্ভাবনা থাকবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *