admin
প্রকাশ: ২০১৭-০৮-৩১ ০৭:২১:৩৬ || আপডেট: ২০১৭-০৮-৩১ ০৭:২১:৩৬
এম.এ.এইচ রাব্বী: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অামিরাবাদ স্টেশনস্হ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে তিন জন অাহত হওয়ার খবর পাওয়া গেছে। অাহতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সোনা মিয়ার পুত্র অাকতার হোসেন (২০), কক্সবাজার জেলার বারোয়াখালী ইউনিয়নের অামিনের পুত্র মুহাম্মদ মুরশেদ অালম (২২), চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার দীবেশ হাট মফিজুর রহমানের পুত্র অারাফাত হোসেন (১৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, অাজ সকালে রুমি এক্সপ্রেস ঢাকা মেট্রো জ ১৪-১৯০৯ নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন পথচারীকে ধাক্কা দেয়। তিনজন অাহত হয়। দু’জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং একজনের অবস্হা অাশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়। দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক মুহাম্মদ শরীফ জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অামিরাবাদে ৩১শে অাগস্ট সকালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দিয়ে দূর্ঘটনায় পতিত হয়। তিনজন অাহত হয়।