চট্টগ্রাম, , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

admin

লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ : আহত ২

প্রকাশ: ২০১৭-০৮-৩১ ১৫:৪৭:০৮ || আপডেট: ২০১৭-০৮-৩১ ১৫:৪৭:০৮

লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত আরফাত।

নীরব জসীম, লোহাগাড়া অফিস : লোহাগাড়া উপজেলা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর ষ্টেশনস্থ সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে ৩১ আগষ্ট সকাল ১০টায় বাসের চাপায় পড়ে এক একজনের প্রাণহানি ও ২ জন গুরুত্বর আহত হওয়ার সংবাদ পাওয়া যায়। নিহতের নাম মোঃ আরফাত হোসেন। সে উপজেলার সদরের দরবেশ হাট সওদাগর পাড়ার মফিজুর রহমানের পুত্র ও ভোরের কাগজ লোহাগাড়া সংবাদদাতা মোঃ সাইফুল ইসলামের মামাত ভাই এবং আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র বলে জানা যায়। আহতরা হলেন উখিয়া কুতুপালং এলাকার সোনামিয়ার পুত্র আকতার হোসেন (২৪) ও কক্সবাজার বারুয়াখালী এলাকার আমিন শরীফের পুত্র মোরশেদ (২৫)। জানা গেছে, দ্রুতগতির রুমি পরিবহনের যাত্রীবিহীন একটি বাস (চট্টমেট্টো-জ-১৪-১৯০৯) গরুবাহী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে ৩ পথচারী বাসের চাপায় পড়ে মারাতœক আহত হয়। এসময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় আরফাতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে প্রেরণ করেন। একইদিন বিকেল সাড়ে ৪টায় নগরীর একটি বেসরকারী হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় আরফাত মারা যান। দূর্ঘটনা কবলিত বাসটি দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। দূর্ঘটনার পর গাড়ি চালক কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *