চট্টগ্রাম, , রোববার, ৩ নভেম্বর ২০২৪

admin

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ শিশুসহ আরও ৮ রোহিঙ্গা ভর্তি

প্রকাশ: ২০১৭-০৯-০১ ০৯:২৫:৩৬ || আপডেট: ২০১৭-০৯-০১ ০৯:২৫:৩৬

 

বীর কন্ঠ ডেক্স: মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানে আহত শিশুসহ আরও আট রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত অবস্থায় বাংলাদেশে প্রবেশের পর বৃহস্পতিবার মধ্যরাতে স্বজনরা পুলিশের সহযোগিতায় তাদের চট্টগ্রামে নিয়ে আসেন।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার  জানান, ওই আট রোহিঙ্গার মধ্যে এক শিশুসহ সাতজন গুলিবিদ্ধ; আরেকজন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন।

আহত আটজন হলেন- মো. জাহাঙ্গীর (২২), রহমত উল্লাহ (৮), মো. আনিছ (২৫), আমজাদ হোসেন(২৬), লেয়াকত (৬০), এরশাদ (২২),  হাকিম উল্লাহ (২৮) ও বোমা বিস্ফোরণে দগ্ধ  নবাব শরীফ (২৮)।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর দমন অভিযানের মধ্যে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল শুরু হয়। কক্সবাজার ও বান্দরবানে নাফ নদী পেরিয়ে সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গাদের দিকে মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে।

এএসআই আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ভর্তি হওয়া আটজনসহ মোট ৩৩ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে একজন ২৬ অগাস্ট এবং একজন বুধবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *