admin
প্রকাশ: ২০১৭-০৯-০১ ০৯:৫২:০৪ || আপডেট: ২০১৭-০৯-০১ ০৯:৫২:০৪
দেশের এক প্রান্তে বন্যাকবলিত মানুষের আহাজারি ও
নাফ নদীর তীরে রোহিঙ্গাদের লাশের ভীড়ে
এবার ঈদের খুশি গেল উড়ে।।
তবুও বলি পশু কোরবানীর সাথে সাথে মনের পশুকেও কোরবানী করে মানবতার কল্যাণে এগিয়ে আসুক সবাই।
পশু কুরবানী হবে হাজার হাজার।
আল্লাহ বলেছেন কুরবানীর পশুর রক্ত বা গোস্ত তার কাছে যায়না, যায় শুধু তাকওয়া।
কুরবানী পশু কুরবানীর মাধ্যমে যেনো আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ আমাদের তাওফীক দান করুন। আমিন।
কুরবানী করা পশুর রক্ত ও বর্জ্য সেখানে সেখানে না ফেলে মাটির নিচে পুতে পেলুন।
পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। নিজে সচেতন হোন অন্য জনকে সচেতন করুন। মনে রাখতে হবে আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব।
দেশে ও প্রবাসে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা…..
” ঈদ
মোবারক ”
শুভেচ্ছান্তে
মোহাম্মদ আবু হানিফ
উদ্দ্যেক্তা সদস্য
পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ।