চট্টগ্রাম, , সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

admin

মাসুদ পারভেজ”র. কবিতা  

প্রকাশ: ২০১৭-০৯-০২ ১৪:৩৩:২৯ || আপডেট: ২০১৭-০৯-০২ ১৪:৩৩:২৯

দর্শক আমরা 

➖➖➖➖➖   মাসুদ পারভেজ

 

মানুষ মরছে,মানুষেই মারছে, নাফ নদীতে ভাসে মানবতা ।

চুপ রইলি, কিছুই না কইলি, আগেও ছিল তোর নিরবতা ।

 

বাতাসে পোড়া প্রাণের গন্ধ ভাসে,

চিৎকারে খোদার আরশ্ কাঁপে ।

আগেও দেখেছিলি এখনো তাই,

নীরব দর্শক ছাড়া বলার কিছু নাই।

 

কাকে দিব দোষ,কেন দোষ দিব মিছে,

ঘাতক আর দর্শকের এত তফাত্ কিসে?

 

ওহে মুসলমান, হও আগুয়ান, হুংকার ছাড়ো দরাজ গলায় ।

ঈমানের বল যদি থাকে চল, এ নব্য সীমারের কারবালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *