admin
প্রকাশ: ২০১৭-০৯-০৩ ১৩:৪১:৪৬ || আপডেট: ২০১৭-০৯-০৩ ১৩:৪১:৪৬
বেলাল আহমদ,(বিশেষ)প্রতিনিধি: লামা-চকরিয়া সড়কের কুমারী নামক স্থানে আজ বিকাল ৫টায় এক সড়ক দূর্ঘটনায় ১৮ জন আহত হয়েছে। লামা হইতে চকরিয়ার যাওয়ার পথে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে জীপটি (সট বটি) উল্টে যায়। এতে গাড়ীর যাত্রীরা আহত হয়। আহতদের চকরিয়া সরকারি হাসপাতাল, মালুমঘাট সহ কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীপটি বেপরোয়া হয়ে বাস গাড়ী ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা, লামা ও আলীকদমের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় জনসাধারণ ও কুমারী পুলিশ ফাঁড়ির হতে পুলিশ আহতদের উদ্ধার করেন এবং হাসপাতালে প্রেরন করেন।
তবে পুলিশের পক্ষ থেকে আহতের সংখ্যা ৩/৪ জন বলে দাবী করা হয়েছে।