admin
প্রকাশ: ২০১৭-০৯-০৩ ১৬:৩৮:০২ || আপডেট: ২০১৭-০৯-০৩ ১৬:৩৮:০২
এম.এ.এইচ রাব্বী: চট্টগ্রামের লোাহাগাড়া উপজেলার অামিরাবাদ সুখছড়ী রহমানিয়া অাদর্শ দাখিল মাদরাসা প্রাক্তণ ছাত্র পরিষদের ঈদ পূণর্মিলনী ও সাধারণ সভা ৩রা সেপ্টেম্বর সন্ধ্যায় মাদরাসা হল রুমে অনুষ্টিত হয়।
সুখছড়ী রহমানিয়া অাদর্শ দাখিল মাদরাসা প্রাক্তণ ছাত্র পরিষদের সভাপতি শাহাদত মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুখছড়ী রহমানিয়া অাদর্শ দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নাজির হোসাইন।
হাফেজ নুরন্নবী এর পবিত্র কুরঅান তেলাওয়াতের মধ্য দিয়ে পরিচিত সভা অনুষ্টিত হয়। উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন সুখছড়ী রহমানিয়া অাদর্শ দাখিল মাদরাসার প্রাক্তণ ছাত্র পরিষদের সাবেক সভাপতি মাওলানা অারিফ মাঈনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক এনামুল হক, অর্থ সম্পাদক অাবদুর রহিম।
এসময় উপস্হিত ছিলেন ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, ও অাল ইখওয়ান একাডেমীর সহকারী প্রধান শিক্ষক তারেক অাজিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অাবদুর রহিম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ছাত্র এনামুল হক, চট্টগ্রাম কলেজ ছাত্র রাশেদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র হাবিবুর রহমান, গাছবাড়ীয়া সরকারী কলেজ ছাত্র অাসিফুজ্জামান সজিব, অামিরাবাদ অাল ইখওয়ান একাডেমীর কার্যকারী পরিষদ সদস্য অাজিজুর রহমান, অামিরাবাদ সুফিয়া অালিয়া মাদরাসার ছাত্র জহিরুল ইসলাম, মিজানুর রহমান, এহতেশামুল হক, অাধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্র কুতুব উদ্দীন প্রমুখ উপস্হিত ছিলেন।
সুখছড়ী রহমানিয়া অাদর্শ দাখিল মাদরাসার প্রাক্তণ ছাত্র পরিষদের সাবেক সভাপতি মাওলানা সৈয়দ অারিফ মাঈনুদ্দীনকে সফল সভাপতির দায়িত্ব পালন করার জন্য সংবর্ধিত করা হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পানা, সদস্য সংগ্রহ সহ বিভিন্ন বিষয়ে অালোচনা করা হয়।